আজ নিন টেলিটক এর একটি অ্যাপস Teletalk Info আপনার এন্ড্রয়েড ফোনের জন্য।আর দেখে নিন কি কি করতে পারবেন।–2

Sunday, June 16, 2013 0 comments
পরম করুণাময় আল্লাহ্‌তায়ালার নামে শুরু করছি
 “আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।
teletalk
আমাদের দেশের একমাত্র 3G অর্থাৎ ৩য় প্রজন্মের ইন্টানেট সেবাদাতা মোবাইল অপারেটর Teletalk এর একটি অ্যাপস Teletalk info.কিছুদিন আগে আপনাদের দিয়েছিলাম গ্রামীনফোনের অ্যাপ সম্পর্কে। চলুন এক নজরে দেখে নিই কি কি দেখতে বা জানতে পারছেন এই সফটওয়্যার দিয়েঃ
1____609057
প্রথমেই অ্যাপস ওপেন করে ৬ টি পারত পাবেন এবার দেখুন কি কি রয়েছে আপনার জন্য ৬ পর্বে।
পর্ব ১/ Packages Information :এখানে আপনি টেলিটকের ৫ টি প্যাকেজ ট্যারিফ সম্পর্কে মানে কোন প্যাকেজে কি রকম সুবিধা রয়েছে তা জানতে পারবেন।
পর্ব ২/ Internet Setings: এতে আপনি পাচ্ছেন প্রথমেই ইন্টারনেট সেটিংস ও তার পরেই পাচ্ছেন কোন প্যাকেজ এর দাম ও এক্টিভেট করার উপায়।তবে এতে আপনি 2G এর কোন ইনফরমেশন পাবেন না এতে শুধুমাত্র 3G সার্ভিস এর প্যাকেজ গুলু পাবেন।
পর্ব ৩/ Customer Service: এখানে আপনি কাস্টমার কেয়ার এর নাম্বার ও ঠিকানা পাবেন। ।
পর্ব ৪/ FNF Service: এতে কোন প্যাকেজে এফ এন এফ কিভাবে করবেন তা দেওয়া আছে।
পর্ব ৫/ Package Migration: এই পর্বে আপনি কিভাবে এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে স্থানান্তরিত হবেন তা দেওয়া আছে।এখানে ৩ টি প্যাকেজ নিজে করতে পারবেন ও আরেকটির জন্য আপনাকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে।
পর্ব ৬/ Useful Contuct: সর্বশেষ পর্বে আপনার জন্য রাখা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার।
আমার কাজ ছিল আপনাদের জানিয়ে দেওয়া,এই অ্যাপ টি যদি দরকার হয় তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাওনলোড করে নিতে পারেন।আমি এই পোস্ট করার পেছনে কথা হল আপনারা যারা টেলিটক ব্যাবহার করছেন তারা যাতে সহজে এর সুবিধাগুলু গ্রহন করতে পারেন।
images (47)
সফটওয়্যার টি ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এই পোস্ট সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট করে জানাবেন।
আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ

0 comments:

Post a Comment