Sunday, June 16, 2013 0 comments
ভেচ্ছা নিবেন, আশাকরি সকলে ভালো আছেন। আমরা যারা ব্লগিং করি তাদের প্রত্যেকের ছোট হোক বড় হোক একটা দুইটা সাইট আছে। আর আমরা চাই আমাদের সাইটের পরিচিতি বাড়াতে বা পেজ র‌্যাংক বাড়াতে কিন্তু সমস্যা হল এক জায়গায় সেটা হল যে ব্লগে আপনি আপনার ব্যাক লিংক টা এড করবেন সেই সাইটের এডমিন আপনার পুরা পোষ্টটি মুছে দিবে, এমনকি আপনাকে ব্যানও করা হতে পারে। তাহলে উপায়? হ্যা উপায়তো আছে আর এই সিস্টেমে ব্যাক লিংক দিতে আপনাকে কষ্ট করে শুধুমাত্র একটি কমেন্ট করতে হবে। আমরা বিভিন্ন ব্লগে কমেন্টে বিভিন্ন প্রকার স্মাইলী ব্যবহার করি তাইনা? হ্যাঁ আমাদের চালাকি টা হবে সেখানে আপনি যখন কোন ব্লগে কমেন্ট করবেন সেখানে শুধু এই কোড টুকু ব্যবহার করবেনঃ
<a href=”http://www.yoursite.com”>:)</a>
এখানে www.yoursite.com এর স্থানে হবে আপনার সাইটের ঠিকানা, এবং :) এর স্থানে আপনি যে লিংকটা ব্যবহার করতে চান সেটা। তাহলে দেখবেন যে আপনি যে স্মাইলি টা ব্যবহার করেছেন সেটিতে একটি লিংক যুক্ত হয়েগেছে এবং এর উপরে ক্লিক করলে আপনার সাইট ওপেন হবে। ও হ্যাঁ এভাবে করলে কেউ বুঝতে না পারলেও গুগল বুঝতে পারবে, আর আপনার পেজ র‌্যাংকও বাড়তে থাকবে। তাহলে? তাহলে তো বুঝতেই পারছেন কি করতে হবে।ও একটা কথা এই পোষ্ট টা যেহেতু এই পিসি হেল্পলাইন ব্লগে প্রকাশ হয়েছে সেহেতু ভূলেও কখনো এখানে করার চেষ্টা করবেন না ধরা পড়লে কিন্তু 

ছবিটার মত অবস্থার হাত থেকে আমি ”সিহাব সুমন” বাঁচাতে পারবো না।

সবাইকে ধন্যবাদ।
Advertisement:
পোষ্টটি লিখেছেন: সিহাব সুমন
সিহাব সুমন এই ব্লগে 212 টি পোষ্ট লিখেছেন .
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। নিজে একজন শিক্ষানবীশ ওয়েব ডেভেলপার, তাই এখনও অনেক কিছু শেখার বাকী। তবে নিজে খুবই সামান্য যা জানি তাই পিসি হেল্পলাইনে শেয়ার করি, এবং এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আমার ২টি blog সাইট আছে, যদি সময় হয় তাহলে ঘুরে আসতে পারেন ঠিকানা হল: http://amartunes.com এবং http://www.biprotip.com সবাই ভালো থাকবেন, খুব ভালো এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসুন সবাইকে জানাইঃFacebook0Google+0Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

ফেসবুক থেকে মন্তব্যঃ

এই পোস্টে ১৪টি মন্তব্য রয়েছেঃ

  1. 14
  2. 13
  3. 12
  4. 11
  5. 10
  6. 9
  7. 8
    সিহাব সুমন বলেছেন:
    ধন্যবাদ আল-আমিন ভাই। আপনার সুন্দর কমেন্টের জন্য।
  8. 7
    AL-AMINB বলেছেন:
    ভাই জটিল পোষ্ট কোন তুলনা নাই।
    many many thanks সিহাব সুমন ভাই
    lolllllooozzzzzz
    :)
    :(
  9. 6
  10. 5
  11. 4
  12. 3
    Mir Helal বলেছেন:
    Bisoi ti jantam.Kintu apnar posti pore khub moja pailam.hahaha.khub valo hoase.khub.
  13. 2
  14. 1
    arif46 বলেছেন:
    সুন্দর পোস্ট ! আপনাকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য করুন

0 comments:

Post a Comment