এবার অন্ধকারেই পরিষ্কার ছবি
===============
এখন ক্যামেরাতে ফ্ল্যাশ না থাকলেও অন্ধকারে তোলা যাবে পরিষ্কার ছবি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অন্ধকারে ছবি তোলার উপযোগী প্রযুক্তির ক্যামেরা সেন্সর তৈরি করেছে সিঙ্গাপুরের নায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির (এনটিইউ) গবেষকরা।
নতুন প্রযুক্তির এ সেন্সরটি খুবই সংবেদনশীল। এটি দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে কাজ করতে সক্ষম। বর্তমানে প্রচলিত ক্যামেরার চেয়ে এর আলোর সংবেদনশীলতা এক হাজার গুণ বেশি। এ কারণেই এটি অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা।
সেন্সরটিতে গবেষকরা ব্যবহার করেছেন গ্রাফিন। গ্রাফিন রবারের মতো নমনীয় হলেও খুবই শক্তিশালী পদার্থ। নির্মাতারা জানিয়েছেন, এতে ব্যবহৃত সিলিকন হীরার চেয়েও বেশি তাপ সহ্য করতে সক্ষম।
নির্মাতাদের একজন, এনটিইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ওয়াং জি জানান, এবারই প্রথম পরিপূর্ণ গ্রাফিনের সাহায্যে উচ্চমানের ফটোসেনসিটিভ সেন্সর তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, এটি ব্যবহার করে হালকা ও কম দামের ক্যামেরা তৈরি সম্ভব।
গবেষকরা জানিয়েছেন, সেন্সরটি সাধারণ ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা ক্যামেরা ও স্যাটেলাইটের ক্যামেরাতেও ব্যবহার করা যাবে।@bdnews
0 comments:
Post a Comment