vhalobaser golpo

Monday, June 17, 2013 0 comments
আমাদের কলেজে মানবিক বিভাগে সাইমা(ছদ্মনাম) নামের একটা কিউট মেয়ে ছিলো ।

আমার আংকেলের বিয়ের জন্য যখন মেয়ে দেখছিলো তখন ঐ মেয়েটার খোজ নিয়েছিলাম।জানতে পারলাম মেয়েটার বিয়ে টিক আছে ,ইন্টার ফাইনালের পর বিয়ে হবে ।

যেহেতু খুবই পছন্দ হয়েছিলো খোজ খবর একটু ভালোভাবেই নিয়েছিলাম।

খোজ নিয়ে জানতে পারি ,মেয়েটা ফার্স্ট ইয়ারেই পালিয়ে কোর্ট ম্যারিজ করে রেখেছে ।ছেলেটা অনার্স কমপ্লিট করে একটা ব্যাংকের জব করছে ।তাই
অনিচ্ছাপূর্বক মেয়েটার বাবা-মা মেনে নেই ।

ইন্টার পরীক্ষার পর বিয়ে হবে ,সব টিক টাক ।আজ শুনলাম কিছুদিন আগে মেয়েটার একটা কন্যা সন্তান
হয়েছে ।

কিন্তু ,

ঐ মেয়েটা আজ শুশুর বাড়ীর লোকজন দ্বারা নির্যাতিত
হচ্ছে । ঐ শিক্ষিত প্রেমিক হাসবেন্ড যৌতুকের
জন্য এই পরীর মত মেয়েকে মারধর করে ।

হায়রে প্রেম-ভালোবাসা ! !

মেয়েটা যে ছেলেটার জন্য সব কিছু বিসর্জন দিয়ে পরিবারের অমতেই প্রেমিককে বিয়ে করলো ।সেই
প্রেমিকই আজ মারধর করছে ।

এখন মেয়েটা বিচার কাকে দিবে ?

নিজেই তো নিজের হাসবেন্ড ঠিক করেছিলো ।এখন মেয়েটার একূলও ঐকূল দুই কূলই হারা ।

আজ ছয় মাসের ভালোবাসার জন্য আমরা আমাদের পিতা মাতার অবাধ্য হয়ে আরেকজনকে পালিয়ে বিয়ে করতে দ্বিধাবোধ করিনা,পরিবারের সম্মানের কথা চিন্তা করিনা ।

ঐ ছয়মাস/১ বছরের ভালোবাসার জন্য আমরা পিতা-মাতার ২০ বছরের ভালোবাসা ভুলে যাই ।

আসলেই মা-বাবাকে কষ্ট দিয়ে ঐ সন্তান কখনোই সুখী হতে পারবেনা।শারিরীক বা মানসিক
কোনভাবেই অসুখী হবেই।

প্লিজ , পালিয়ে গিয়ে বিয়ে করার আগে এইসব ঘটগুলো
ভাবুন । আপনার পরিবারের মানসম্মানের কথা ভাবুন ।

স্রষ্টা, আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুক ৷

0 comments:

Post a Comment