।। ভূতুড়ে গল্প ।।

Tuesday, June 25, 2013 0 comments
।। ভূতুড়ে গল্প ।।
।। আদমখোরদের নিয়ে কিছু কথা ।।

আপনি হয়তো গভীর রাতে দূরপাল্লার বাসে দূরের কোন গন্তব্যে যাচ্ছেন । বাসে যাত্রী বলতে গেলে শুধুই আপনি । সাথে আছে হেল্পার আর ড্রাইভার । হঠাত্ কিছু লোক আপনাদের বাসটাকে থামতে ইশারা করলো । তাদের সাথে একটা কাপড়ে জড়ানো লাশ । বাস
থামলে তারা ড্রাইভারের কাছে একটা লিফ্ট চাইলো । তারা বললো যে, লাশটাকে তারা কবরস্থানে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য । কাছাকাছি কোন কবরস্থান পেলেই নেমে যাবে । হেল্পার আর ড্রাইভার কোন সন্দেহ ছাড়াই তাদেরকে লিফট দিল । বাসের একদম পিছনে গিয়ে তারা বসলো । কিছুক্ষণ পর আপনি লক্ষ্য করলেন যে তারা অদ্ভূত একটা কাজ করছে । লাশটাকে কাপড় থেকে বের করছে । তারপর আপনার চোখের সামনে আপনাকে হতবাক করে দিয়ে হঠাত্ তারা লাশটাকে টেনে টেনে , কামড়ে কামড়ে খেতে লাগলো । কেমন লাগবে আপনার টাটকা একটা লাশ এভাবে খেতে দেখলে ??

এটা কোন হরর মুভির দৃশ্য নয় । বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের ভয়াবহ ঘটনা এটি ।
উপরে এতক্ষণ যাদের কথা পড়লেন , এরা এমন এক ধরনের জিনিস যাদের কাজই হলো লাশ খেয়ে ফেলা । এদেরকে বলা হয় "আদমখোর ।"

আমাদের মাঝে অনেকেই আছেন , যারা এই আদমখোরদের কথা জানেন । গ্রামেও অনেক
ঘটনা আছে আদমখোরদের নিয়ে । গভীর রাতে কবরস্থান থেকে সদ্য সমাহিত করা লাশ এসব
আদমখোরেরা চুরি করে নিয়ে যায় । পরে সেসব লাশ কে আধা খাওয়া অবস্থায় পাওয়া যায় । লাশের ভিতরে দেখা যায় কলিজা, কিডনি , ফুসফুস এগুলো নেই । অনেকেই বলে যে , এসব কাজ শিয়ালে করে থাকে অথবা অনেক অসাধু লোক মরা মানুষের কিডনি , লিভার চুরি করে বিক্রী করে দেয় । তবে যেটাই ঘটে থাকুক না কেন , কোন কোন জংলা জায়গায় অথবা কবরস্থানে অনেকেই এসব আদমখোরদেরকে লাশ খাওয়া অবস্থায় দেখেছেন ।

আদমখোররা দেখতে মানুষের মত হলেও এরা আদৌ মানুষ কিনা সে ব্যাপারে সংশয় আছে ।

এম্বুলেন্স দিয়ে লাশ নিয়ে যাওয়ার সময়ও অনেক আজব আজব ব্যাপার ঘটে । এম্বুলেন্সের
ড্রাইভারদের সাথে এমন সব ঘটনা ঘটে যার কারণে অনেকেই এম্বুলেন্স চালানো ছেড়ে দেয় । এক এক জনের অভিজ্ঞতা এক এক রকম । কেউ কেউ বলেছে যে , লাশ নিয়ে যাওয়ার সময় গাড়ীর ইঞ্জিনে সমস্যা হয়েছে । কারো গাড়ীর গতি কমে গিয়েছিল , কেউ কেউ রাস্তায় কাপড়
দিয়ে ঢাকা লাশ পড়ে থাকতে দেখেছে । অনেকে এও বলেছে যে তারা গাড়ীর ভিতরে লাশকেই
বসে থাকতে দেখেছে !

কল্পনা হোক অথবা বাস্তবই হোক , এরকম পরিস্থিতিতে নিশ্চয় আপনি গাড়ী চালাতে পারবেন
না !! অনেকেই বলে থাকেন যে, লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ জিনিস লাশকে ছিনিয়ে নিয়ে যেতে চায় । নৌকা দিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় নাকি অদৃশ্য কিছু লাশকে খেয়ে রেখে যায় । কিসের কাজ কে জানে ??

বিদেশে প্রেতসাধনা অথবা শয়তান কে খুশী করার জন্য গ্রেভইয়ার্ড থেকে লাশ চুরি করে নিয়ে যাওয়া হয় । টাকার বিনিময়ে প্রেতসাধকরা এসব কাজ গ্রেভইয়ার্ডের লোকদের দিয়ে করায় । সমাহিত করার সময় কফিনের ভিতর লাশ আছে নাকি নেই , সে মাথাব্যাথা কারই বা থাকবে??

আপনি এখন হয়তো বাসে করে কোথাও যাচ্ছেন । বাসে আপনি ছাড়াও পিছনের সিটে কিছু লোক বসে রয়েছে । তাদের সাথে লাশ না থাকুক তাতে কী ? তাকিয়ে দেখুন তো , দু চোখ ভরা লোভ নিয়ে ওরা আপনার দিকে তাকিয়ে নেই তো ?? সুযোগ পেলে মরা মানুষের চেয়ে জ্যান্ত মানুষের মাংস খেতে ওরা নিশ্চয় দ্বিধা করবেনা ?!?

পাঠিয়েছেনঃ আসিফ জামান

ভালো লাগলে লাইক দিয়ে একটিভ থাকুন।। ধন্যবাদ।।

0 comments:

Post a Comment